চন্দ্রমা বিকশিত জ্যোতি,
তমস্রা সরায়ে তোমারো তন্বী।
বক্ষ প্রিয়ার মাঝে কর্নপাতে,
বাজিছে হৃদয়ের মাদল ধ্বনি।
সাত সুর ধরিছে গীত,
মোর নামে ডাকিছ মোরে।
অন্তরে বহিছে ফাগুনের তরঙ্গিনী,
সবুজ স্নিগ্ধ তনু উর্বর অন্ত হতে।
মিলিছে জলধি স্বরিতের সহিতে,
বেয়েছে নাও গাঙের স্রোতে।
ঘন কালো উন্মুক্ত কেশ,
চুম্বন করে মোর ললাটে।
নয়নে নয়নে আঁখি পল্লবে,
মিলায়ে গিয়াছে বারি।
বিম্ব সাজায়ে লোহিত রঙ্গনে,
মধুরা ছড়ায় ওষ্ঠ অধরের অঙ্গনে।
-শুভদীপ
Tags:
Sign In
to know Author
- SUBHODEEP DAS