নিস্তব্ধ দুপুর শুনশান পথঘাট
ভাঙা কন্ঠে ফেরিওয়ালার ডাক।
বইছে আনমনা গরম বাতাস...
পায়রাদের বকবকম চিলেকোঠার ছাদ।
একফালি রোদ চির উতপ্তময়,
আমার নিস্তেজ নিথর দেহ...
স্নিগ্ধ শীতল কোমল শয্যায়।
প্রবল উন্মাদ রোদের কণা,
জ্বালায় না আমায়...
নীরব শীতল রাতের বাতাস,
পোড়ায় আমায় দেশলাইকাঠিতে।
                                 -শুভদীপ দাস

Tags: My love

Sign In to know Author