আজও এ দুচোখে বারে বারে,
দেখা দেয় অশ্রু বন্যা/
কাটছে জীবন হাহাকারে,
আজও তোর অপেক্ষায় মোর হৃদয়কন্যা/
কেটেছে কতদিন তোর পিছু পিছু ঘুরে,
আজ আমি বড় একা অনেক দূরে/
জানিয়েছি বারে বারে হৃদয়ের কথা,
বোঝোনি তুমি দিয়েছো শুধুই ব্যথা/
নিষ্পাপ ভালোবাসা পেয়েছে প্রকাশ,
তবু ঘটেনি আজও তার অবকাশ/
না না অার থাকছিনা,
হয়ে তোর ছায়া/
না না তোকে ভাবছিনা,
কাটাবো তোর মায়া/
আমার ভালোবাসার প্রতি,
তুই ছিলিস বিরক্ত/
শরীরে নেই গতি,
আজ আমি নেশাগ্রস্ত/
সিগারেটের ধোঁয়ায়,
রঙীন জলের গ্লাসে ডুবে,
এ শরীরের রক্ত আজ বিষাক্ত/
না না শুধু তাই নয়,
আজ আমি গাঁজা আসক্ত/
হে প্রভু মোরে দাও শক্তি/
কবে হবে এ মোহ মুক্তি?
ভোলেনাথ কবে হবে তুমি প্রসন্ন?
আমি বড় অসহায় সবর্দা বিষন্ন/
গাঁজায় দম দিয়ে হতে ধ্যানমগ্ন,
তবে কেন আমি ক্রমশ ভগ্ন?
এইভাবে আর কতদিন?
পাচ্ছিনা কোন উপায় অবশেষে,
পেতে উত্তর,
আমার পদার্পণ হবে তোমার কৈলাসে/

-শুভ্রজিৎ হালদার

Tags: Tragedy

Sign In to know Author