উড়েযা ওই নীল আকাশের বুকে,
ডানা মেলে পাড়িদে দূর দিগন্তে।
ইছামতির জলে তোর ক্লান্ত ছায়া,
রূপসার ঘোলা জলের শান্ত মায়া।
সারিসারি গাছে ঢাকা পথের মাঝে,
তোর হাত ধরে স্নিগ্ধ সাঁঝে।
মুক্ত পাখির দল ফিরিছে নীরে,
তুই শঙ্খচিল, অসংখ্য পাখির ভিরে।
ডানা মেলে খেলিস তুই আপনমনে,
নীলাভ সাদা ওই বিশাল গগনে।
তুই নাহি থাকিস বন্দি খাঁচায়,
থাকিস তুই আমার হৃদয় কল্পনায়।
স্নিগ্ধ শীতল রুপ্সার তিরে শুনি,
নদীর ওই ছলাত ছলাত বানি।
তোর অপূর্ব রুপ পাই কোথায়,
যুগে যুগে ফিরি এই বাংলায়।
পেতে তোর কোমল আঙ্গুলের ছোঁয়া,
সরিয়ে ধুলো মাখা কালো ধোঁয়া।
মুক্ত পাখির দল ফিরিছে নীরে,
আমার শঙ্খচিল, অসংখ্য পাখির ভিরে।
------শুভদীপ দাস।
Tags:
Sign In
to know Author
- SUBHODEEP DAS