রক্তাক্ত ভালবাসার চঞ্চল স্রোতে,
ভেসে যাই নীল সমূদুরে।
তুমি হও সবুজ সাজানো,
সমুদ্র মাঝের ছোট্ট ব-দ্বীপ।
তোমার আমার হবে মিলন,
স্নিগ্ধ হাওয়ায় শশীর কিরণ।
ধুসর বরফ হবো আমি,
আকাশ ছোঁওয়া পাহাড় তুমি...
হব সাধক তোমার প্রেমের,
বাদলা দিন এর আকর্ষণের।
ভিজবো আমি তোমার সাথে,
তোমার হাত ধরবো হাতে।
আকাশ হয়ে ছোঁবো তোমায়,
রাতের স্বপন বলছে আমায়।
নীল সমুদ্র মিলছে যেথায়,
সূর্য ডুবে এলো সেথায়।
ভোরের সূর্য তোমার কোলে,
রাতের পরে দিন হোলে।
By- Subhodeep Das (SD)
Tags:
Sign In
to know Author
- SUBHODEEP DAS